Wellcome to National Portal
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০২০

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক বাস্তবায়নাধীন ‌‌"বিটাক চট্রগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন'' (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প

 

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক বাস্তবায়নাধীন ‌‌''বিটাক চট্টগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন'' (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পটি গত ০৪-০৭-২০১৮ তারিখে পরিকল্পনা কমিশন কর্তৃক ৫ তলা ভিতসহ ৫ তলা হোস্টেল ভবন নির্মাণের জন্য অনুমোদিত হয়।

 

পরবর্তীতে গত ২১-১০-২০১৮ তারিখে শিল্প সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় দেশের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে ১০ তলা ভিত  ও  লিফটসহ ১০ তলা ভবন নির্মাণের প্রকল্প দলিল সংশোধনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত সিদ্ধান্তের প্রেক্ষিতে  ''বিটাক চট্টগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন'' শীর্ষক প্রকল্পের ভবন নিমার্ণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নকশা সংশোধনের জন্য স্থাপত্য অধিদপ্তর এবং প্রাক্কলনের জন্য গণপূর্ত অধিদপ্তরকে গত ২৫-১০-১৮ তারিখে  বিটাক হতে পত্র দেয়া হয়। তৎপ্রেক্ষিতে গত ২৮-১১-২০১৮ তারিখে গণপূর্ত অধিদপ্তর হতে প্রাক্কলন পাওয়া যায়। প্রাপ্ত  প্রাক্কলন  অনুসারে সংশোধিত ডিপিপি ০৮-০১-১৯ তারিখ শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। শিল্প মন্ত্রনালয় হতে সংশোধিত ডিপিপি গত ২১-০১-২০১৯ তারিখ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয় এবং ১৮-০২-২০১৯ তারিখে পিইসি সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি সংশোধন পূর্বক পুনরায় গত ২৫-০৩-১৯ তারিখেশিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা করা হয়এবং গত ১০-০৪-২০১৯ তারিখে শিল্প মন্ত্রণালয় হতে ডিপিপি অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। গত ২৪-০৪-২০১৯ তারিখে পরিকল্পনা কমিশন কর্তৃক ৭৪৫৯.৭৮ লক্ষ টাকা ব্যয়ে জুন২০২২ পর্যন্ত মেয়াদে প্রকল্পটি অনুমোদন লাভ করে। বিটাক চট্টগ্রাম, বগুড়া ও খুলনা কেন্দ্রের নারী হোস্টেল স্থাপন প্রকল্পের দরপত্র যথাক্রমে ২৯/০৯/২০১৯, ২৪/০৯/২০১৯ ও ২০/১০/২০১৯ তারিখে প্রকাশিত হয় এবং দরপত্র প্রদানের সময়সীমা যথাক্রমে ৩০/১০/২০১৯, ২৪/১০/২০১৯ ও ২০/১১/২০১৯ তারিখে শেষ হয়।

 

দরপত্র মূল্যায়ন শেষে ২২/১২/১৯ তারিখে চট্টগ্রাম কেন্দ্রের NOA প্রদান করা হয় এবং ১৮/০২/২০২০ তারিখে চুক্তি সম্পাদিত হয়। বগুড়া কেন্দ্রের NOA প্রদান ও চুক্তি সম্পাদিত হয় যথাক্রমে ১/০২/২০২০ ও ১৮/০২/২০২০ তারিখে। খুলনা কেন্দ্রের NOA গত ২২/০২/২০২০ তারিখে প্রদান করা হয় এবং চুক্তি সম্পাদিত হয় ২৬/১২/২০১৯ তারিখে। বার্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে।

 

কাজের অগ্রগতি সন্তোষজনক হওয়াতে ১১/০৩/২০২০ তারিখে বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণের জন্য ১ কোটি ৫২ লক্ষ ও ২৩/০৩/২০২০ তারিখে চট্টগ্রাম কেন্দ্রের হোস্টেল নির্মাণের জন্য ২ কোটি টাকা প্রদান করা হয়েছে।

 

বগুড়া কেন্দ্রে ম্যাট ম্যাট ফাউন্ডেশনের ৩” সিসি ঢালাই গত ০৬/০২/২০২০ তারিখে সম্পন্ন হয়েছে এবং গত ২৯/০২/২০২০ তারিখে ৩০” আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে।। ইতোমধ্যে গ্রেড বিম গ্রেড বিম ঢালাই ও গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ২২ টি পিলারের নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ২১ টি পিলারের সাটারিং এর কাজ চলমান।

 

খুলনা কেন্দ্রে ভবন নির্মানের ভূমি উন্নয়ন ও টেস্ট পাইলিং এর কাজ গত ২৭/০১/২০২০ তারিখে সম্পন্ন হয়েছে। টেস্ট পাইল ড্রাইভ সম্পন্ন করার নিমিত্তে মেশিনারি স্থাপন করা হয়েছে। এছাড়াও সিভিল ওয়ার্কের সাথে সংশ্লিষ্টদের থাকার জন্য অস্থায়ী সেড নির্মাণ করা হয়েছে এবং প্রিকাস্ট পাইলের লোড টেস্ট সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাসের কারনে কিছুদিন কাজ বন্ধ থাকার পর খুলনা কেন্দ্রে পুনরায় গত ২৩/৪/২০২০ তারিখে স্বাস্থ্যবিধি মেনে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বর্তমানে প্রিকাস্ট পাইল তৈরির নিমিত্তে রড বাইন্ডিং এর কাজ চলমান রয়েছে।

 

চট্টগ্রাম কেন্দ্রে ভবন নির্মাণের জন্য গত ১৯/০২/২০২০ তারিখে টেস্ট পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে এবং ভবনের জন্য নির্ধারিত জায়গায় অবস্থিত বিটাকের রেস্ট হাউজের ২৩/০২/২০২০ তারিখে অপসারণ কাজ শুরু করা হয়েছে। চট্টগ্রামে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ বেশি থাকার কারণে চট্টগ্রাম কেন্দ্রের কাজ সাময়িক স্থগিত করা হয়েছিল। অতঃপর পুনরায় কাজ শুরু হলে এখন পর্যন্ত নির্মানাধীণ ভবনের ৯০ টি প্রিকাস্ট পাইলের কাজ সম্পন্ন হয়েছে।

 

বিটাক, বগুড়া কেন্দ্রের নারী হোস্টেল ভবনের ১ম তলার ছাদ ঢালাইয়ের কাজ ৬০% সম্পন্ন হয়েছে এবং ২য় তলার ২০ টি কলাম ঢালাই সম্পন্ন হয়েছে।

 

বিটাক, খুলনা কেন্দ্রের নির্মানাধীণ নারী হোস্টেল ভবনের ১৪৯ টি প্রিকাস্ট পাইলের কাজ সম্পন্ন হয়েছে।

 

জুলাই'২০২০ পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৮.৭৪% এবং ভৌত অগ্রগতি ১০.০১%।